রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গেল এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ, এই এক মাসের মধ্যে এখন তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও তার একটি ছোট অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এর আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে। একে আইসিইউ বললেও ভুল হবে না।

ডা. জাহিদ আরও বলেন, আজকের অপারেশন তিনি ভালোভাবে গ্রহণ করতে পেরেছেন এবং তার শারীরিক অবস্থার কোনো ধরনের অবনতি ঘটেনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন বলেও জানান ডা. জাহিদ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #বিএনপি #ডা. জাহিদ