আন্তর্জাতিক

বাবরি মসজিদ পুনর্নির্মানে ১ জন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কার্যক্রম চলছে। শনিবার (০৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে তহবিল সংগ্রহ শুরু হয়।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ইতোমধ্যে অনলাইনে প্রায় ৯৩ লক্ষ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান জমা পড়েছে।  বিশেষভাবে উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি একাই বাবরি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানা গেছে। তাই টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন।

এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়েছে, যা থেকে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা এবং ৩০ জন সহায়কের সাহায্যে সাঁট মেশিন ব্যবহার করে টাকা গণনা করা হচ্ছে। হুমায়ুন কবীর দাবি করেছেন, এখন পর্যন্ত এক কোটি ১০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

বাবরি মসজিদ নির্মাণের তহবিল সংগ্রহের এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনেও এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, তা সময়ের সঙ্গে জানা যাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাবরি মসজিদ #বিধায়ক হুমায়ুন কবীর #টাকা