ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে তারা এজাহার পান এবং মামলা (নম্বর—৭৫) নথিভুক্ত করা হয়। এজাহারে দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনকে নামীয় আসামি করা হয়েছে।
এছাড়া আরও ৫–৭ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল অভিযান শুরু করেছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এমএ//