শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৪৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চল। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। যদিও বেশ কিছু প্রত্যন্ত এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড়টি এখন শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের দিকে অগ্রসর হলেও দেশটিতে নদীর পানিস্তর এখনো বাড়ছে। নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
এসএইচ//