যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। শুক্রবার (১২ ডিসেম্বর) দ্য টাইমস অব ইসরাইল প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিল একটি প্রশিক্ষণ কেন্দ্র, যা হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান ফোর্স’ অস্ত্র প্রশিক্ষণ এবং বিভিন্ন অপারেশন পরিচালনার পরিকল্পনা করতে ব্যবহৃত হত।
এছাড়া, দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।
গেল এক সপ্তাহে আইডিএফ লেবাননে দ্বিতীয়বারের মতো হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালালো।
এসএইচ//