দেশজুড়ে

বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে মায়ের ঝুলন্ত লাশ

বায়ান্ন প্রতিবেদন

বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় মরদেহগুলো পাওয়া যায়।

নিহতরা হলেন, খৈলশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেয়া হয়।

দুই শিশুকে হত্যার পর ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে, নিহত নারীর বাবার বাড়ির স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড।

নিহত সাদিয়ার স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য শাহাদত। সোমবার দিবাগত রাত এবং মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে পরিবারের দাবি।

নিহত সাদিয়ার খালা কল্পনা আক্তার দাবি করেন, সোমবার শাহাদত হোসেন শ্বশুরের কাছে একটি মোটরসাইকেল দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। আজ (মঙ্গলবার) সকালে আমরা শুনি এমন ঘটনা। এসে দেখি দুই সন্তানকে গলা কেটে মেরে তাকে ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখছে। আমরা এর কঠিন বিচার দাবি করছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলা কাটা এবং মায়ের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর নিহতের স্বামী শাহাদত হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #মরদেহ