ধর্ম

ভূমিকম্প ও দুর্যোগের সময় যে দোয়া পড়তে হয়

ছবি: সংগৃহীত

ইসলামে ভূমিকম্পকে আল্লাহর এক বিশেষ সতর্কবার্তা হিসেবে দেখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ দ্বারা আল্লাহ মানুষকে নিজেদের ভুলত্রুটি সংশোধন করে, অন্যায় ও পাপ থেকে দূরে থাকে এবং স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনায় ফিরে আসার জন্য সতর্ক করেন। রাসুল (সা.) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করতে বলেছেন।

হাদিসে বর্ণিত আছে, কেয়ামতের আলামতগুলোর মধ্যে ঘন ঘন ভূমিকম্প, ফিতনার বিস্তার এবং খুনোখুনি বাড়াও অন্যতম। (বুখারি, হাদিস ৯৭৯)

রাসুল (সা.) আরও বলেছেন, একটি দোয়া আছে—যে ব্যক্তি তা তিনবার পাঠ করবে, আকাশ-জমিনের বিপদ থেকে সে নিরাপদে থাকবে।

উচ্চারণ:

বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই, ওয়া হুয়াস সামিউল আলিম।

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

ভূমিকম্প শুরু হলে নিচের দিকে তাকিয়ে বারবার পড়তে হবে—

“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাই রাব্বিকুমা তুকাজ্জিবান।”

দুর্যোগকালীন আরেকটি দোয়া

আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খাইরুল গাফিরিন।

অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক—আমাদের ক্ষমা করুন, দয়া করুন। আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী। (সুরা আরাফ : ১৫৫)

তিরমিজির আরেকটি হাদিসে সতর্ক করা হয়েছে—যখন সমাজে অন্যায়, অবিচার, ফিতনা ও পাপ বৃদ্ধি পাবে; তখন ভয়াবহ দুর্যোগ, শক্ত বাতাস ও বড় ধরনের ভূমিকম্প দেখা দেবে। (তিরমিজি, হাদিস ১৪৪৭)

অন্যান্য দুর্যোগে পড়ার দোয়া

অতিরিক্ত বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া

রাসুল (সা.) বৃষ্টির ক্ষতি এড়াতে দোয়া করতেন— আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়া লা আলাইনা; আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল ঝিবালি ওয়াল উঝামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি।

অর্থ: হে আল্লাহ, আমাদের আশপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের ওপর নয়। পাহাড়-টিলা, উঁচুভূমি, উপত্যকা ও বনাঞ্চলে তা বর্ষণ করুন। (বুখারি)

বৃষ্টি দেখলে পড়ার দোয়া

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি মা ফিহি।

অর্থ: হে আল্লাহ, এই মেঘে যে অনিষ্ট আছে, তার থেকে আশ্রয় চাই। (বুখারি)

মেঘের গর্জন বা বজ্রপাতের সময় দোয়া

হাদিসে আছে, মেঘের গর্জন শুনলে নবীজি (সা.) এই দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অর্থ: পবিত্র সেই সত্তা, যার প্রশংসাসহ মেঘের গর্জন তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও তাঁর ভয়ে তাসবিহ পড়ে।

বজ্রপাত দেখা বা শব্দ শোনার সময় দোয়া, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আ'ফিনা ক্ববলা জলিক। (তিরমিজি)

অর্থ: হে আল্লাহ, আপনার ক্রোধে আমাদের ধ্বংস করবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদের শেষ করবেন না। এর আগেই আমাদের নিরাপত্তা দান করুন।

ঘূর্ণিঝড় বা প্রবল বাতাসে পড়ার দোয়া

বাতাসকে গালি দিতে নিষেধ করেছেন রাসুল (সা.)। বরং এ দোয়া শিখিয়েছেন—:

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি; ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি।

অর্থ: হে আল্লাহ, বাতাসের মঙ্গল, এর অন্তর্নিহিত মঙ্গল এবং যেসব কাজে তা পাঠানো হয়েছে তার মঙ্গল দান করুন। আর এর অমঙ্গল ও ক্ষতি থেকে আমাদের রক্ষা করুন।

ঝড়-তুফানে পড়ার দোয়া

আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।

অর্থ: হে আল্লাহ, ঝড় আমাদের থেকে দূরে সরিয়ে দিন এবং আমাদের ওপর না আনুন। (বুখারি)

প্রতিদিনের নিরাপত্তার দোয়া (সকাল-সন্ধ্যা)

রাসুল (সা.) বলেছেন—যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিচের দোয়া পড়বে, সে সব ধরনের বিপদ-আপদ থেকে সুরক্ষিত থাকবে—

বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই, ওয়া হুয়াস সামিউল আলিম। (তিরমিজি, ইবনু মাজাহ)

অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আকাশ-জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলাম #ভূমিকম্প #দোয়া