জাতীয়

রাজধানীসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে সড়কেনেমে আসেন।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী জেলার ঘোড়াশালে।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিকম্প #রাজধানী