রাজধানী

ভূমিকম্পে ঢাকায় ৩ জনের মৃত্যু

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন গণমাধ্যমকে জানান, বংশালের কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরেকজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ মাত্রা। ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদী।

হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প দেশের সীমান্ত ছাড়িয়ে ভারতের কলকাতা ও আশপাশ অঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ঢাকা #ভূমিকম্প