২০২৫ সাল শেষ হওয়ার আগেই ভারত সফরে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গেল সোমবার (১০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পুতিনের ভারত সফরের জন্য প্রস্তুতি চলছে। এটি অর্থবহ সফর হবে।’
রাশিয়া ও ভারতের শ্রম সংশ্লিষ্ট চুক্তির প্রস্তুতি সম্পর্কে পেসকভ বলেন, ‘কোন কোন বিষয়ে চুক্তি হবে, তা সময়মতো জানানো হবে।’
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী ডিসেম্বরে রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের জন্য নথি প্রস্তুত করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিক বসবাসের সুযোগ পাবেন।
এসএইচ//