জাতীয়

সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে সরিয়ে নেয়া হচ্ছে না

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কোনও ধরনের আশঙ্কা নেই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরে লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন,  ‘‘সরকার প্রস্তুত আছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা