লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, প্রতিটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে এসপি পদগুলোকে এ, বি ও সি—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে প্রথমে আগের ১৮ জন এসপিকে বদলি করে কেন্দ্রে আনা হয়েছে। তাদের স্থলে নতুন এসপি নিয়োগ দেওয়ার পর অবশিষ্ট পদগুলো লটারির মাধ্যমে বণ্টন করা হয়। এই প্রক্রিয়ায় যোগ্য ও মেধাবী কর্মকর্তারা বাদ পড়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।
নতুন নিয়োগপ্রাপ্ত এসপিদের নামের তালিকাে দেখতে এখানে ক্লিক করুন।
এসি//