পাকিস্তানে বিচার বিভাগ ও সামরিক কাঠামোতে বড় ধরণের পরিবর্তন হচ্ছে। এ লক্ষ্যে শনিবার (০৮ নভেম্বর) ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে ফেডারেল সরকার। পরে এটি আইন ও বিচারবিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে মন্ত্রিসভা বিলের খসড়াটির অনুমোদন দেয়ার পর সিনেটে উত্থাপন করা হয়। বৈঠকে আজারবাইজান থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী আজম নাজির তারার সিনেটে বলেছেন, ‘গণতন্ত্রের সনদের অংশ হিসেবে ২৭তম সংশোধনী দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি।’
এদিকে, প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের ঘোষণা দিয়েছে পাকিস্তানের বহুদলীয় বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ-আইন-ই-পাকিস্তান।
বিলটি সিনেটে উপস্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধিজোট নেতারা বলছেন, এই সংশোধনীর মাধ্যমে সরকার ক্ষমতাশীলদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাচ্ছে। পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে গেছে। জাতিকে এখনই ২৭তম সংশোধনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, তেহরিক-ই-তাহাফুজ-আইন-ই-পাকিস্তান জোটে আছে, পিডব্লিউএম, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এর মতো রাজনীতিক দল।
এসএইচ//