আন্তর্জাতিক

ভারতকে বৈশ্বিক পরাশক্তির আখ্যা দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা'আর । সরকারি সফরে রাজধানী নয়াদিল্লিতে গিয়ে  তিনি ভারতের এমন প্রশংসা করেন।

সাআর বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের ও সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। দেশটি বৈশ্বিক পরাশক্তি।

এছাড়াও, ইসরায়েল-গাজা প্রসঙ্গে সাআর স্পষ্ট জানিয়ে দেন, হামাসকে নিরস্ত্র করা ইসরায়েলের শুধু কৌশল নয়। এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য।

তিনি বলেন, 'গাজাকে সামরিকীকরণ মুক্ত করতেই হবে। কারণ সন্ত্রাসের কোনো ভবিষ্যৎ নেই।'

অপরদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, ভারত-ইসরায়েল এক বিশেষ ধরনের সন্ত্রাসবাদী হুমকির মুখে। একারনে শূন্য সহনশীলতার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দরকার।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #ইসরায়েলে #গিডিওন সা'আর #পররাষ্ট্রমন্ত্রী