আন্তর্জাতিক

সুদানে সংঘাত ছড়িয়ে পড়ছে, বাস্তুচ্যুত ৩৬ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সুদানে সরকারি বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত দারফুর থেকে পূর্বাঞ্চল কোরদোফানে ছড়িয়ে পড়েছে। চারপাশে গোলাগুলির শব্দ, ধোঁয়া, আর আতঙ্ক। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই দিন কাটাচ্ছে সুদানের হাজার হাজার মানুষ।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে উত্তর কোরদোফানের পাঁচটি এলাকায় ৩৬ হাজার ৮২৫ জন বাস্তুচ্যুত হন।

বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দু উত্তর কোরদোফান রাজ্যের এল-উবেইদ শহর। এ অঞ্চলটি দারফুর ও নদীঘেঁষা খার্তুম অঞ্চলের মধ্যে এক ধরনের সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি সামরিকভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ও সরবরাহকেন্দ্র হিসেবেও পরিচিত।

স্থানীয় সূত্র বলছে, সেনা ও আরএসএফ দুই পক্ষই ভারী অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। জাতিসংঘ আশঙ্কা করছে, এলাকাটিতে ভয়াবহ হত্যাযজ্ঞ ও জাতিগত প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে সুদানে এখন পর্যন্ত এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সুদানে #আরএসএফ #বাস্তুচ্যুত