আন্তর্জাতিক

তীব্র শীতে গাজায় মানবিক সংকট, ত্রাণ প্রবেশে বাধা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুদ্ধেবিধ্বস্ত গাজায় শীতকালীন আবহাওয়ায় ফিলিস্তিনেদের দুর্ভোগ আরো বেড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, এমন চরম অবস্থার মধ্যেও 'প্রয়োজনীয় পরিমাণে ত্রাণ সরবরাহের অনুমতি দিচ্ছেনা ইসরাল।

সংস্থার কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজার মানুষ পুরনো তাঁবু এবং ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে আছে।

ফিলিস্তিনি সরকার জানিয়েছে, ঝড়-বৃষ্টির কারনে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। অনেক তাঁবু উড়ে গেছে। বাস্তুচ্যুত মানুষের জরুরি চাহিদা মেটাতে গাজায় প্রায় ২ লাখ প্রিফেব্রিকেটেড আবাসন ইউনিটের প্রয়োজন।

প্রসঙ্গত, গেল শনিবার থেকে গাজায় একটি মেরু নিম্নচাপ প্রবাহিত হচ্ছে। এটি চলতি শীত মৌসুমের তৃতীয় নিম্নচাপ- যার ফলে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বইছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধেবিধ্বস্ত গাজা #ফিলিস্তিনেদের দুর্ভোগ #ইসরাইল #ইউএনআরডব্লিউএ