‘নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব, ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে আমরা দেখাতে চাই আইনের শাসন কাকে বলে।‘ বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন-সংক্রান্ত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, প্রশিক্ষণ কার্যক্রম এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও পটভূমি অনুযায়ী তারা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।
সিইসি আরও বলেন, ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারই সেই কেন্দ্রের চিফ ইলেকশন অফিসার। আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা তার হাতে থাকবে।
তিনি আরও বলেন, ‘প্রয়োজনে ভোটকেন্দ্র স্থগিত করুন, আইন প্রয়োগ করুন। তবুও নিরপেক্ষতা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করুন।‘
ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার মোকাবিলায় নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এই সেলের কার্যক্রম সম্পর্কে এখনো পর্যাপ্ত জনসচেতনতা তৈরি হয়নি বলে জানান তিনি।
সিইসি আরও বলেন, ‘আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন, কমিশন আপনাদের পাশে থাকবে। তবে ক্ষমতা প্রয়োগে অবহেলা করলে সেটিকে দায়িত্বে গাফিলতি হিসেবে বিবেচনা করা হবে।’
এমএ//