দেশজুড়ে

শাপলা তুলতে গিয়ে ১ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ছড়ার পাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি  নিশ্চিত  করেছেন।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #শিশুর মৃত্যু #শাপলা