আন্তর্জাতিক

পশ্চিম তীর মানচিত্রে যোগ করলে সুযোগ হারাবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে। এমন হুশিয়ারি জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

এর আগে এমন সতর্ক করেছিলো সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলি গণমাধ্যম কান নিউজ জানিয়েছে, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠকে এই হুশিয়ারি জানিয়েছেন সৌদি যুবরাজ। ২০২০ সালে পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি দেশ।

সম্প্রতি পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার চেষ্টা করছে ইসরাইল।

এ সম্পর্কিত আরও পড়ুন #পশ্চিম #তীর #মানচিত্রে #যোগ #সুযোগ #হারাবে #ইসরাইল