আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আয়রন ডোমের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে যুক্তরাষ্ট্রের আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন।

সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল জুনে পদোন্নতির জন্য ৭০ জন সামরিক কর্মকর্তাকে মনোনীত করেছিলেন। শরিফুল খান তাদের মধ্যে অন্যতম।

প্রেসিডেন্ট ট্রাম্প ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশি বংশোদ্ভূত #পেন্টাগন #ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান