বিনোদন

আন্তর্জাতিক স্বীকৃতির পর অবশেষে দেশে ‘সাবা’

বিনোদন ডেস্ক

নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ মেহজাবীন চৌধুরী চলচ্চিত্রে প্রথম পদার্পণ করেছেন ‘সাবা’ দিয়ে। শুটিং শেষের পর ছবিটি বিশ্বজুড়ে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি ও রেইনডান্স। আন্তর্জাতিকভাবে প্রশংসা পাওয়া এই সিনেমা এবার অবশেষে বাংলাদেশের বড় পর্দায় আসছে।

ছবির গল্প আবর্তিত হয়েছে সাবা ও তার অসুস্থ মা শিরিনকে কেন্দ্র করে। বাবা নিখোঁজ হওয়ার পর একাকী জীবনের সঙ্গে লড়াই করে সাবা। যেখানে গল্পে আসে অঙ্কুর নামে এক তরুণ, যিনি তাদের জীবনে নতুন মোড় নিয়ে আসে।

সাবার চরিত্রে মেহজাবীন, মায়ের ভূমিকায় রোকেয়া প্রাচী এবং অঙ্কুরের চরিত্রে মোস্তফা মনোয়ার অভিনয় করেন।

পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, ছবিটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের শুরুতে মুক্তি পাবে। মেহজাবীন সামাজিক মাধ্যমে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রকাশ করেছেন মুক্তি সম্পর্কে প্রশ্ন, “২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর, দর্শকরা কোন দিন দেখতে চাইবেন?”

ইতোমধ্যে ‘সাবা’ বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার জিতেছে যা ছবির আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও মজবুত করেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহজাবীন চৌধুরী #নাটক ও বিজ্ঞাপন