সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়ার এক দিন পর তিনি ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন । সোমবার (১৭ নভেম্বর) সকালে দেয়া ‘আমার অফিশিয়াল বিবৃতি’ শিরোনামের পোস্টে তিনি বাদী আমিরুল ইসলামের অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
মেহজাবীন লিখেছেন, ২০২৫ সালের মার্চে করা মামলার বিষয়ে তিনি গত ৯ মাস কোনো নোটিশ বা তথ্য পাননি। অভিযোগকারী ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে তাঁর নাম-ঠিকানা বা ফোন নম্বরের সঠিক তথ্য দেননি বলেও মন্তব্য করেন তিনি।
টাকার লেনদেন ও ব্যবসায়িক সম্পর্ক অস্বীকার
বাদীর দাবি, ২০১৬ সাল থেকে তিনি মেহজাবীনের সঙ্গে ব্যবসা করতেন এবং ২৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এসব অভিযোগকে ‘সম্পূর্ণ প্রমাণহীন’ উল্লেখ করে অভিনেত্রী বলেন, 'ব্যাংক লেনদেন, চেক, বিকাশ, কোনো চুক্তি বা রসিদ কিছুই দেখাতে পারেননি বাদী। এমনকি ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কথোপকথনের স্ক্রিনশটও নেই।'
হাতিরঝিলে চোখ বেঁধে নেওয়ার অভিযোগও ‘অপ্রমাণিত’
বাদীর আরও অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে চোখ বেঁধে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। মেহজাবীন এর জবাবে বলেন, 'হাতিরঝিল ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকা, তবু বাদী একটি ফুটেজ বা ছবি দেখাতে পারেননি। কোনো সাক্ষীও নেই।'
কোনো নোটিশ না পাওয়ার দাবি
অভিনেত্রী জানান, কোনো আইনি নোটিশ, পুলিশ স্টেশনের ফোন বা কোর্টের সমন তিনি পাননি। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা জেনে আইনের প্রতি সম্মান দেখিয়ে তিনি স্বেচ্ছায় জামিন নেন।
‘সত্য আদালতেই পরিষ্কার হবে’
পোস্টের শেষে মেহজাবীন লিখেছেন,'এ ধরনের অভিযোগ ব্যক্তির সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই তোলা হয়েছে। তিনি বিশ্বাস করেন, আদালতে দ্রুতই সত্য প্রকাশ পাবে।'
এই ঘটনায় এখনও বাদীর পক্ষ থেকে কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি।
এসএইচ//