টেলিভিশন পর্দার অল্প সময়ের জনপ্রিয় মুখ পার্থ শেখ। অনেক নাটকে অভিনয় করলেও এবার সে জুটি বেঁধেছে নতুন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। নাটকের নাম ‘অনুতপ্ত’। খুব শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে তাদের এই সিনেমাটি প্রকাশ পেতে যাচ্ছে। নাটকে অভিনয়শিল্পীর এই নতুন জুটির উপস্থিতি নতুন মাত্রার হবে বলে ধারণা করছে দর্শকমহল।
নাটকটি পারিবারিক আবহে নির্মিত। নাটকের গল্পে রয়েছে বাবার দায়িত্ববোধ, সন্তানের প্রতি টান এবং এক তরুণ-তরুণীর আবেগময় সম্পর্ক।
নির্মাতা কেএম সোহাগ রানা বলেন, এই গল্পটি খুব সাধারণ, কিন্তু এতে মিশে আছে আমাদের সমাজ ও বাস্তবতার প্রতিচ্ছবি। দর্শক নিজেরাই কোথাও না কোথাও গল্পটির সঙ্গে মিল খুঁজে পাবেন।

নাটকটিতে পার্থ-মালাইকা ছাড়াও দেখা যাবে ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারকে, মূলত তারা মা-বাবার চরিত্রে অভিনয় করছেন। এই নাটকে আরও রয়েছেন শিবা শানু ও তানজিম হাসান অনিক। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা প্রথম নজরে আসেন ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ নাটকের মাধ্যমে। তার অভিনয় যাত্রা শুরু হয় এই দুটি নাটকের মাধ্যমে। প্রায় অল্প দিনেই সে সকলের প্রিয় হয়ে উঠেছে।আর এই দুটি নাটক পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অবশ্য তিনি এই নাটকের প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন।
অন্যদিকে,২০১৭ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পার্থ শেখ মিডিয়ায় প্রবেশ করেন। একই বছর ‘শূন্য’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘জড়িয়ে দাও’ এর মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসা পান। এরপর একে একে ‘কারাগার’, ‘অদৃশ্য’, ‘প্রেমকাব্য’ ও ‘মেঘফুল’ এর মতো কাজ দিয়ে নিজেকে পর্দায় প্রমাণ করেছেন।
এসকে//