ধর্ম

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ রোববার (২৪ আগস্ট)। ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সভাপতিত্বে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিংবা সরাসরি ফোন ও ফ্যাক্সে ইসলামিক ফাউন্ডেশনে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

প্রসঙ্গত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ১২ রবিউল আউয়ালে জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন। দিনটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষ গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদে মিলাদুন্নবি #১২ রবিউল আওয়াল #চাঁদ দেখা কমিটি