আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে। সোমবার দেশটির দ্য ইউনিয়ন ইলেকশন কমিশন জানায়, কয়েক দাফায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের পরবর্তী ভোট গ্রহণের সময় পরে জানানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়ার মতে, নির্বাচনে ৫৫টি দল অংশগ্রহণ করবে। এদের মধ্যে ৯টি দল দেশব্যাপী নির্বাচনী লড়াইয়ে অংশ নিবে।
নির্বাচন আয়োজনের জন্য গেলো মাসে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লাইং দেশটির বিভিন্ন অংশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে।
২০২১ সালে নোবেল জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।
এনএস/