বিনোদন

আপত্তিকর পোস্ট নিয়ে হিমির তোপে লেজার ভিশন

বিনোদন ডেস্ক

কানাডায় অবকাশযাপনরত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সম্প্রতি লেজার ভিশন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অপরিকল্পিত ও অসম্মানজনক পোস্টের অভিযোগ তুলেছেন।

তিনি ফেসবুকে লেখেন, “ভিউ বাড়াতে ভালো নাটক বানান। নায়িকাদের ছবির সঙ্গে এমন কিছু লিখবেন না।” হিমি দাবি করেছেন, সংস্থাটি তার ছবির সঙ্গে অনুমতি ছাড়াই কুরুচিপূর্ণ জোকস পোস্ট করেছে।

পরে লেজার ভিশন তাদের ভুল স্বীকার করে এবং জানায় এটি অনিচ্ছাকৃত ছিল।

হিমি ধন্যবাদ জানান, কারণ তারা ফটোকার্ড সরিয়ে ফেলেছে।

এসকে//