অর্থনীতি

মধুমতি ব্যাংকের সিইও হিসেবে পুনঃনিয়োগ পেলেন মো. সফিউল আজম

মধুমতি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আগামী তিন বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন জনাব মো. সফিউল আজম।

সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মধুমতি ব্যাংক পিএলসি

মো. সফিউল আজম ২০১৪ সালে মধুমতি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন এবং ২০১৬ সালে প্রথমবারের মতো এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর শেষে জনাব আজম ১৯৯১ সালে এবি ব্যাংক-এ প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং পেশায় জনাব আজম শাহ্‌জালাল ইসলামী ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু দেশ সফর করেছেন এবং বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। জনাব আজম ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত।

 

আই/এ