ভারতের উত্তরাখন্ড রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভীড়ের মধ্যে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। রোববার রাজ্যের হরিদ্বার শহরে মনসা দেবী মন্দিরে এই ঘটনা ঘটে ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরার বলছে, মন্দিরের রাস্তায় একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার পড়লে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দৌড়াদৌড়ির কারণে পদদলিত হয়ে ৬ জন মারা যায়।
নিহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন উত্তরাখন্ড রাজ্যের জেষ্ঠ্য সরকারী কর্মকর্তা বিনয় শঙ্কর পান্ডে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছে, বাকিরা পদদলিত হয়ে।
ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। অন্তত ৩৫ জন ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএস/