তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বুধবার নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার রাতে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।
জেলেনস্কি জানান, আলোচনা শুরুর ব্যাপারে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে তাঁর কথা হয়েছে। উমেরভ জানিয়েছেন, বুধবার থেকেই রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। বৈঠকে বন্দি বিনিময়, যুদ্ধবিরতির সম্ভাবনা, এবং দুই দেশের শীর্ষ নেতাদের সরাসরি আলোচনার পথ খোঁজা হবে।
এর আগে, ৫০ দিনের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর নতুন করে আলোচনার বিষয়টি সামনে এলো।
নতুন করে আলোচনা শুরুর ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে রুশ বার্তা সংস্থা আরআইএ বলছে, আলোচনা দু’ধাপে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।
এর আগে, গেল মে ও জুন মাসে ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই সব বৈঠক থেকে যুদ্ধ বিরতি নিয়ে কার্যকর কোন সমাধান আসেনি।
উল্লেখ্য, তিন বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এতে বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এসকে//