আন্তর্জাতিক

আবারও সিরিয়ায় তীব্র সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আবারও সিরিয়ার দক্ষিণ প্রদেশ সুয়েইদায় দ্রুজ সম্প্রদায় ও বেদুইন উপজাতির মধ্যে সংঘাত শুরু হয়েছে। যুদ্ধবিরতিএকদিন না পেরতেই দ্রুজ অধ্যুষিত প্রদেশটিতে নতুন করে সংঘাত দেখা দিলো শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাদধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সীমিত সংখ্যায় ৪৮ ঘণ্টার জন্য সুয়েইদায় প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরাইল।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, নতুন করে সুয়েইদা প্রদেশে মোতায়েনের জন্য সরকারি বাহিনী প্রস্তুতি নিচ্ছে না

রোববার থেকে শুরু হওয়া ৫ দিনের সাম্প্রদায়িক সংঘাতে সুয়েইদায় ৫৯৪ জন মানুষ নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে।  

দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে শিয়া মুসলিমদের একটি শাখা। লেবানন ও ইসরাইলেও প্রভাবশালী এই গোষ্ঠীর অনুসারী রয়েছে। সম্প্রতি দ্রুজদের সঙ্গে বেদুইন গোষ্ঠীর সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষ থামাতে গেলো সোমবার সুয়েইদা প্রদেশে হস্তক্ষেপ করে সিরিয়ার সরকারি বাহিনী। তবে তাদের ওপর হামলা চালায় সশস্ত্র দ্রুজ সদস্যরা। পরে দ্রুজদের সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরাইল পরে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর মধ্যস্থতায় দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সুয়েইদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয় সিরিয়া সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরিয়া