আন্তর্জাতিক

ফ্লোটিলায় ইসরাইলি হামলা জলদস্যুতা ও অপরাধ : ফিলিস্তিনি রাজনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি রাজনীতিবিদ হানান আশরাওয়ি বলেছেন, গাজা সাহায্য বহনকারী নৌবহরের (ফ্লোটিলা) জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক জলসীমায় এক ধরনের "জলদস্যুতার অপরাধমূলক কাজ" করছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সাবেক এই সদস্য জানান, যারা ইসরাইলের গণহত্যা ও অবৈধ অবরোধকে উপেক্ষা করে এগিয়ে এসেছেন, তারা আসলে “সাহসী নারী-পুরুষ”।

তিনি আরও বলেন, এ কর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এর মধ্য দিয়ে সংহতি ও মানবিক সহমর্মিতার প্রকৃত অর্থ তুলে ধরছেন।

এর আগে, গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে অবস্থানকালে গতকাল বুধবার রাতে ফ্লোটিলাটিকে বাধা দেয় দখলদার ইসরাইলি বাহিনী। এ সময় অন্তত আটটি নৌযান থামিয়ে দেওয়া হয়। নৌযানগুলো হলো দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। 

তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী মোট ১৩টি নৌযান থামিয়ে দিয়েছে। তবে ৩০টি নৌযান এখনো গাজার দিকে যাচ্ছে। 

এদিকে দখলদার বাহিনী হামলা চালিয়ে ৩৭ দেশের অন্তত ২০০ মানবাধিকার কর্মীকে আটক করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্লোটিলা #গাজা #ইসরাইল #ফিলিস্তিন