আন্তর্জাতিক

মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেবে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোটে যোগ দিবে সিরিয়া।

গেল সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বৈঠক শেষে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন, কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। সোমবার তিনি প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্র-সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থগিত ছিল। এখন ওয়াশিংটনে সিরিয়াকে আবারো দূতাবাস চালুর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইএস #সিরিয়া #যুক্তরাষ্ট্রে #ইসলামিক স্টেট