আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে দুই শিক্ষক ও তাদের বন্ধু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহরে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দুই শিক্ষক এবং তাদের এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন – বেসরকারি ওই কলেজের  জীববিজ্ঞানের শিক্ষক সন্দ্বীপ, পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র, তাদের বন্ধু অনুপ। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে এবং তার ছবি ও ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে যৌন নির্যাতন করেছেন। শিক্ষার্থীর বাবা-মা প্রথমে কর্ণাটকের নারী কমিশনে অভিযোগ করেন এবং পরে পুলিশে মামলা দায়ের করেন।  অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানান, নরেন্দ্র প্রথমে ওই শিক্ষার্থীর সঙ্গে পড়াশোনার উদ্দেশ্যে সম্পর্ক গড়ে তোলেন।  এরপর তিনি ওই শিক্ষার্থীকে ব্যাঙ্গালুরুতে তার বন্ধুর (অনুপের) বাড়িতে ডেকে পাঠান।  সেখানে নরেন্দ্র ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন এবং তাকে হুমকি দেন, যদি তুমি এই ঘটনা কাউকে বলো, তোমার জন্য খারাপ কিছু হবে। এর কিছুদিন পর সন্দ্বীপ ওই শিক্ষার্থীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।  শিক্ষার্থী প্রতিবাদ জানালে সন্দ্বীপ তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন এবং বলেন, তার কাছে নরেন্দ্র এবং ওই শিক্ষার্থীর ছবি ও ভিডিও রয়েছে। সন্দ্বীপ এরপর অনুপের বাড়িতে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে অনুপ ওই শিক্ষার্থীকে আরও ব্ল্যাকমেল করে বলেন, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, যেখানে তুমি আমার বাসায় ঢুকছো।  এইভাবে অনুপও ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

শুরুর দিকে ওই কলেজছাত্রী কোনও কিছুই জানাননি। তবে তার মা-বাবা ব্যাঙ্গালুরু আসার পর তিনি তাদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর তার মা-বাবা পুলিশের কাছে অভিযোগ করেন এবং তদন্ত শুরু করা হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #দুই শিক্ষক এবং তাদের এক বন্ধু গ্রেপ্তার