আন্তর্জাতিক

গোকর্ণের গুহা থেকে দুই সন্তানসহ রুশ নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কর্ণাটক রাজ্যের গোকর্ণ এলাকার একটি পাহাড়ি গুহা থেকে এক রুশ নারী ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আত্মিক প্রশান্তি ও ধ্যানের জন্য তারা সেখানে অবস্থান করছিলেন। গেল শনিবার (১২ জুলাই) স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

উদ্ধারকৃত নারীর নাম নিনা কুতিনা, বয়স ৪০।  তিনি ‘মোহি’ নামেও পরিচিত। জানা গেছে, ব্যবসায়িক ভিসায় ভারতে আসার পর তিনি গোয়ায় কিছুদিন থাকেন। পরে গোকর্ণে স্থায়ী হন। হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ থেকেই তিনি গুহায় ধ্যান শুরু করেন।  নিনার সঙ্গে ছিলেন তার ৬ বছর বয়সী মেয়ে প্রেয়া এবং ৪ বছর বয়সী ছেলে অমা। তারা দুই সপ্তাহ ধরে গোকর্ণের রামতীর্থ পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিলেন।

শুক্রবার (১১ জুলাই) পুলিশের নিয়মিত টহলের সময় গুহার বাইরে পোশাক ঝোলানো দেখতে পান সদস্যরা। পরে সেখানে গিয়ে ওই নারী ও তাঁর সন্তানদের অবস্থান নিশ্চিত করে তাঁদের উদ্ধার করা হয়।

উত্তর কান্নাডার পুলিশ সুপার এম নারায়ণ বলেন, জঙ্গলের মতো পরিবেশে এতদিন থাকলেও তাদের কারও কোনও ক্ষতি হয়নি। এটা সত্যি আশ্চর্যজনক ও সৌভাগ্যের।

তদন্তে জানা গেছে, নিনার ভিসার মেয়াদ ২০১৭ সালেই শেষ হয়েছে। বর্তমানে তাকে একটি আশ্রমে রাখা হয়েছে। রুশ দূতাবাসের সহযোগিতায় তাকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: পিটিআই

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #কর্ণাটক #এক রুশ নারী ও তার দুই শিশুসন্তান