পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টার পর শুরু হওয়া এই শোক মিছিলটি চার শতক পুরনো হোসেনি দালান প্রাঙ্গণ থেকে বের হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও ধানমন্ডি হয়ে শেষ হবে।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করেছেন এবং সঙ্গে নিয়ে এসেছেন বিভিন্ন প্রতীকী সরঞ্জাম, যেমন ছুরি, আলাম, পতাকা, নিশান এবং বেস্তা। হোসেনি দালান এলাকার চারপাশে মিছিলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাদের।

তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোসেনি দালান ও আশপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছেন। পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা সারা পথজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে, আশুরা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা এবং ইবাদতে মগ্ন রয়েছেন মুসলমানরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ বাদ জোহর ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন এবং সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং আশুরার শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এছাড়া, ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি ও পটকা বহন নিষিদ্ধ করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং জননিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য ডিএমপি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এমএ//