রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) ভোরে খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দু’জনের একজন পুরুষ ও একজন নারী পরিচ্ছন্নতাকর্মী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি গণমাধ্যমকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,সকাল সাড়ে পাঁচটার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে কর্মরত অবস্থায় ওই দুই পরিচ্ছন্নতাকর্মীকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ওসি সাজ্জাদ আরও জানান,মরদেহ দুটি বর্তমানে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এসকে//