আন্তর্জাতিক অঙ্গনে প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। এর অংশ হিসেবে মস্কো তালেবানের নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (০৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, এই স্বীকৃতির মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকেই তারা বৈশ্বিক স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে আসছিল। এমন এক সময়ে রাশিয়ার এই পদক্ষেপ তালেবান প্রশাসনের জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সঙ্গে এক বৈঠকের ভিডিও প্রকাশ করে বলেন, রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্বীকৃতির পথে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বরং দেশটির শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে রেখেছে। এতে আফগান ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক লেনদেন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মার্কিন সেনা প্রত্যাহারের পর রাশিয়া তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে। তখন তারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশনকে ‘ব্যর্থতা’ বলে অভিহিত করেছিল। এরপর থেকে রাশিয়া তালেবানকে সম্ভাব্য অর্থনৈতিক সহযোগী ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে আসছে।
২০২২ ও ২০২৪ সালের রুশ অর্থনৈতিক সম্মেলনে তালেবান প্রতিনিধিরা অংশ নিয়েছিল। ২০২৪ সালের অক্টোবর মাসে তালেবানের শীর্ষ কূটনীতিকরা মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকও করেন।
এমএ//