আন্তর্জাতিক

উত্তরসূরি নির্ধারণে স্পষ্ট বার্তা দিলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, ভবিষ্যতে তার উত্তরসূরি যাকে বেছে নেওয়া হবে, তিনি বহু শতাব্দী ধরে গড়ে ওঠা ধর্মীয় ঐতিহ্য বজায় রাখবেন। এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তার নেতৃত্বাধীন 'গাহদেন ফোড্রাং ট্রাস্ট'। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, চীন দালাই লামার এই বক্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা নির্বাচন প্রক্রিয়ায় চীনা সরকারের অনুমোদন থাকা বাধ্যতামূলক।

দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে অনেকেই আশা করেছিলেন, তিনি তার উত্তরসূরি নিয়ে কোনো ইঙ্গিত দিতে পারেন। জন্মদিনের আগেই বিশ্বের নানা প্রান্ত থেকে শত শত ভক্ত উত্তর ভারতের ধর্মশালায় এসে জড়ো হন।

যদিও অতীতে উত্তরসূরি নিয়ে দালাই লামার অবস্থান কিছুটা অনিশ্চিত ছিল, তবে বুধবার ( ০২ জুলাই) তিনি এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানান, দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন।

সূত্র: বিবিসি বাংলা

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দালাই লামা #আধ্যাত্মিক নেতা