দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সুইদা শহরে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসে তথ্যমতে নিহতের সংখ্যা ৩৭ জন পর্যন্ত হতে পারে। সংঘর্ষের পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর ও আধ্যাত্মিক নেতারা জনগণকে শান্ত থাকার এবং সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে।
এসকে//