ভারতের আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের বকেয়া পরিশোধ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সব পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ সরকার, যার পরিমাণ ৪৩৭ মিলিয়ন ডলার। মঙ্গলবার (০১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে এই পরিমাণ অর্থ আদানির কাছে এখন পর্যন্ত সবচেয়ে বড় এককালীন পরিশোধ হিসেবে রেকর্ড হয়েছে। এর আগে প্রতিমাসে বাংলাদেশ তাদের ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করতো।
জানা যায়, এই বকেয়া বিল, সুদ এবং অন্যান্য খরচসহ সব কিছু পরিশোধ হওয়ার পর আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি এখন আর্থিক ও আইনি দিক থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এতে করে চুক্তি সংক্রান্ত আগের যেসব দ্বিধা ছিল, তা মিটে গেছে।
আদানি পাওয়ার, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করে।
এবার বকেয়া পরিশোধের পর, ঢাকা কর্তৃপক্ষ আদানিকে নির্দেশ দিয়েছে, ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট (মোট ১,৬০০ মেগাওয়াট) বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চাহিদা অনুযায়ী চালু রাখতে।
এর আগে বাংলাদেশ ও আদানি গ্রুপের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছিল, যাতে বলা হয়েছিল—যদি গেল অর্থবছরের বকেয়া ৩০ জুনের মধ্যে পরিশোধ করা হয়, তবে বিলম্ব মাশুল মাফ করা হবে।
সেই অনুযায়ী বাংলাদেশ বকেয়া পাওনা পরিশোধ করেছে। এছাড়া ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিত করতে ১৮০ মিলিয়ন ডলারের এলসি এবং বাকি সব পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান করেছে।
এমএ//