জাতীয়

এনআইডি সেবায় দুর্ভোগ কমেছে : ইসি সচিব

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। তিনি বলেছেন, প্রতি মাসে সংশোধনের আবেদনের সঙ্গে  ভোগান্তির মাত্রাও কমেছে।

বুধাবার (০২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মো. আখতার হোসেন জানান, চলতি বছরের প্রথম দিন থেকে অনিষ্পন্ন থাকা আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। এছাড়া গেল ছয় মাসে নতুনভাবে জমা পড়ে আরও ৬ লাখ ৫ হাজার ৫২০টি আবেদন। সবমিলিয়ে আবেদন দাঁড়ায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টিতে। এর মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মাধ্যমে নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি।

তিনি বলেন, আগে প্রতি মাসে যেখানে এক লাখের মতো আবেদন আসত, এখন তা কমে ৮০ হাজারে নেমে এসেছে। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা মাত্র ৭৬ হাজার ৬৯৪টি।

নাগরিকদের হয়রানি কমেছে উল্লেখ করে আখতার হোসেন জানান, এনআইডি সেবা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ সেবা আরও স্বাভাবিক হবে।

তিনি জানান, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি আবেদন। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এনআইডি সেবায় সবধরনের হয়রানি পুরোপুরি বন্ধ হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি #নির্বাচন #এনআইডি