জাতীয়

লন্ডন বৈঠকের টাইম ফ্রেম ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি : সিইসি

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে বৈঠেকে কোন বিষয়ে আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। আজ সিইসি জানিয়েছেন, লন্ডনে ফেব্রুয়ারির কথা এসছে। এর আগে উনি (প্রধান উপদেষ্টা) এপ্রিলের কথা আসছেন। ওই দুইটা টাইম ফ্রেমকে মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি

 

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

তিনি আরও বলেন,  প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিইসি