জাতীয়

ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী তফসিল আসতে পারে: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।

সিইসি বলেন, “গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় আকারে প্রচারণা চালাবে। সেই প্রস্তুতি চলছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, মাঝে মধ্যে ছুরি ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা সামগ্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মক ভোটিং সম্পর্কে নাসির উদ্দিন বলেন, গেল পনের বছরে জনগণ সরাসরি ভোট দেওয়ার অভিজ্ঞতা খুব একটা পায়নি। তাই ভোটদানের প্রক্রিয়া দেখানো, জনগণকে প্রস্তুত করা এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে—এসব বিবেচনায় নিয়ে কমিশন এই মক ভোটিংয়ের আয়োজন করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #সিইসি #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন