আন্তর্জাতিক

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: স্কাই নিউজ

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।

সরকারি ভবন, সংসদ এবং পায়োনিরস্কি পার্ক এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ওই পার্কেই সারাদেশ থেকে আসা প্রেসিডেন্ট ভুচিচের সমর্থকেরা পাল্টা সমাবেশে অংশ নেন।

 

রাত ১০টার দিকে মূল বিক্ষোভ শেষ হলেও, পরে কিছু আন্দোলনকারী ভুচিচপন্থীদের সঙ্গে মুখোমুখি হওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে বোতল, ইটপাটকেল ও আতশবাজি ছুড়লে পুলিশ জোরপ্রয়োগে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন—“ঢাল নামাও”, যা পুলিশের হস্তক্ষেপ বন্ধের দাবি হিসেবে শোনা যায়।

 

সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান দ্রাগান ভাসিলিয়েভিচ।

প্রেসিডেন্ট ভুচিচ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “তারা রাষ্ট্র ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।”

তবে আন্দোলনকারীদের দাবি, সরকারই পরিস্থিতিকে উসকে দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা ডাচিচ জানান, জনগণের জানমাল রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই দুর্নীতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সার্বিয়া #সরকারবিরোধী #বিক্ষোভ