সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রেলগেট এলাকায় শুরু হওয়া এ অবরোধে পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু তার সহযোগীদের নিয়ে হঠাৎই ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর চালান। এসময় দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করা হয়। ঘটনার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে এবং তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন।
ট্রাক শ্রমিক হালিম বলেন, “শানু ও তার লোকজন অফিসে ঢুকে সবকিছু লন্ডভন্ড করেছে। অফিস স্টাফকেও মারধর করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়ায় আমরা আন্দোলন ছাড়া উপায় দেখিনি।”
অবরোধ চলাকালীন রেলগেট এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। শ্রমিকরা জানান, দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবেন না।
পরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এমএ//