আর্কাইভ থেকে অপরাধ

সিলেটে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন সিলেটের ও দুইজন মৌলভীবাজারের বাসিন্দা।

 

বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬১ জন ও মারা গেছেন ৪৪১ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৭৫৪ জন, সুনামগঞ্জে দুই হাজার ৮৭৯ জন, হবিগঞ্জে দুই হাজার ৫৬৭ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৬৭৬ জন।

 

নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৩৩ জন, দুইজন সুনামগঞ্জে, পাঁচজন হবিগঞ্জে ও ১২ জন মৌলভীবাজারের বাসিন্দা। বিভাগে সুস্থ হয়েছেন ৯২ জন। এদের মধ্যে ৭৫ জন সিলেটের, একজন হবিগঞ্জে ও ১৬ জন মৌলভীবাজারের বাসিন্দা।

 

বিভাগে মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেটে #২৪ #ঘণ্টায় #সাতজনের #মৃত্যু