জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহনকারী গাড়িবহর জিয়া উদ্যানে পৌঁছায়।

দাফনকালে রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া