সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক কন্যা নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নিহত নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জান্নাতুল ফেরদৌস তার বাবার বাড়িতে সন্তান প্রসব করেন। পরে নবজাতকটিকে হত্যা করে বাড়ির বাথরুমে রেখে দেওয়া হয়। ভোরে শিশুটিকে মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খুঁড়তে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রায় এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছিল পাশের নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে। বিয়ের ছয় মাস পর পারিবারিক কলহের জেরে জান্নাতুল স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। পরে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।
এর মধ্যেই গত ২৭ অক্টোবর করিম মণ্ডলের মৃত্যু হয়।
এদিকে ডিভোর্সের পর জান্নাতুল ফেরদৌস গর্ভবতী হলেও বিষয়টি পরিবার গোপন রাখে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরপরই নবজাতককে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মা জান্নাতুল ফেরদৌসসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
বিকেলে ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো কেউ লিখিত বা মৌখিকভাবে থানায় অভিযোগ জানায়নি। তবে ঘটনার খবর পেয়ে তিনি এবং সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ