দেশজুড়ে

প্রকাশ্যে কলেজ ছাত্র হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. সাকিন (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। ঢাকার সাভার এলাকা থেকে বুধবার (৭ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ ডিসেম্বর বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াদ। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নাজমুল চত্বর সংলগ্ন বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় সাকিনের নেতৃত্বে ১০১২ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরি দিয়ে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম এমুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে সাকিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৮) সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা এবং রেজাউল করিমের ছেলে।

 

অন্যদিকে গ্রেপ্তার সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ