জানাজা শেষে স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফনের জন্য জিয়া উদ্যানের দিকে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ২ মিনিটে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজার নামাজ সম্পূর্ণ হয়।
জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজার আগে খালেদা জিয়ার একমাত্র ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান।
এমএ//